নাশকতার মামলায় সোনারগাঁ বিএনপির ৬ জন কারাগারে

গত বছর ১০ ডিসেম্বরের সোনারগাঁ থানার একটি মামলায় আসামিরা আদালতে হাজির হয়েছিলেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 04:59 PM
Updated : 15 May 2023, 04:59 PM

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত৷ তবে তাদের সঙ্গে আসা ২১ জন জামিন পেয়েছেন। 

সোমবার জেলা ও দায়রা জজ আস শামস্ জগলুল হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷ 

কারাগারে পাঠানো নেতারা হলেন বিএনপির সোনারগাঁ উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, পৌর ছাত্রদলের সদস্যসচিব তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ্ আলম। 

পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, গত বছরের ডিসেম্বরে সোনারগাঁ থানায় নাশকতার অভিযোগে করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২৭ আসামি সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন৷ আদালত ২১ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

আসামিরা হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “জজ কোর্টের আদেশের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।” 

আসামিপক্ষের আইনজীবী মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, “গত বছর ১০ ডিসেম্বরে বিএনপির সমাবেশ বানচাল করতে নেতাদের নামে বিভিন্ন থানায় মামলা দেওয়া হয়৷ সোনারগাঁ থানার তেমনই একটি মামলায় আসামিরা আদালতে হাজির হয়েছিলেন। একই অভিযোগ থাকা ২১ জনকে জামিন দেওয়া হলেও ছয়জনকে কারাগার পাঠানো হয়েছে।”