ফরিদপুরে বাবা হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন

২০১৯ সালের ২২ ফেব্র্রুয়ারি বাড়ির উঠানে আসামি মিলন তার বাবাকে লাঠি দিয়ে মারধর করেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2023, 08:55 AM
Updated : 5 Jan 2023, 08:55 AM

ফরিদপুরে সম্পতি লিখে দেওয়ার জেরে বাবাকে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১ নম্বর আদালতের বিচারক অশোক কুমার দত্ত চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত মিলন চৌধুরী নগরকান্দা উপজেলার রাম নগর গ্রামের হারুন অর রশীদ চৌধুরীর ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুর রহমান বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলা বিবরণে বলা হয়, ২০১৯ সালের ২২ ফেব্র্রুয়ারি বাড়ির উঠানে মিলন তার নামে সম্পত্তি লিখে দিতে বাবাকে চাপ দেয়। এই নিয়ে দুজনের মধে বাকবিতণ্ডার এক পর্যায়ে মিলন লাঠি দিয়ে বাবাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমন বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।