স্থানীয়রা জানান, শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় ট্রেন আসার শব্দ শোনতে পাননি তিনি।
Published : 25 Jan 2024, 06:38 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আল মমিন জানান।
নিহত জমিলা বেগম (৫০) উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান আলীর স্ত্রী।
স্থানীয় লোকজন ও লালমনিরহাট রেলওয়ে পুলিশ জানান, বাড়ির পাশের রেল লাইনে দাঁড়িয়ে ছিলেন জমিলা বেগম। শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় ট্রেন আসার শব্দ শোনতে পাননি তিনি। লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এসআই আল মমিন এই খবর নিশ্চিত করে বলেন, জেলার কালীগঞ্জে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছে।
আল মমিন আরও জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।