এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
Published : 09 Feb 2024, 03:38 PM
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন অটোরিকশার এক চালক।
শুক্রবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল।
নিহত মো. শাহ আলম (৪৮) ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারী বাড়ির মৃত আইউব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
ইউপি চেয়ারম্যান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারের দিকে যাচ্ছিল। পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে একটি কুকুর সামনে পড়ে।
প্রাণীটিকে বাঁচাতে গিয়ে পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। তাতে চালকসহ অটোরিকশার যাত্রীরা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।