২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ১১ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে।
গাজীপুরে অভিযান চালিয়ে ওএমএসের ৩২০ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গাজীপুর সদর থানার ওসি মো. জিয়াউল হাসান জানান, সোমবার রাতে সিটি করপোরেশনের চত্বরে বিশ্বাস স্টোর নামের একটি দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।
আটকরা হলেন-শিমুলতলী এলাকার সারোয়ার হোসেন মণ্ডলের ছেলে দোকান মালিক ইসলাম স্বপন (৩৭) ও তার কর্মী কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সামসুল হকের ছেলে আফজাল হোসেন।
ওসি বলেন, বিশ্বাস স্টোরে ওএমএসের চাল রাখার গোপন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৩২০ বস্তা চাল জব্দ করে তারা। চালগুলো কোথা থেকে আনা হয়েছে, খোঁজ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করছে।