এসএসসির কৃষি ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য মোটরসাইকেল নিয়ে রওয়ানা হয়েছিল সে।
Published : 14 Mar 2024, 11:44 AM
মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মোটরসাইকেল নিয়ে ওই শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু।
নিহত কাউসার হোসেন (১৬) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
কাউসারের বন্ধু সিফাত জানান, বৃহস্পতিবার এসএসসির কৃষি ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল কাউসারের। সেজন্য সকালে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে রওয়ানা হয়েছিল সে।
“পথে মহাসড়কের জাগীর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় কাউসার।”
এই দুর্ঘটনাটিকে ‘হত্যা’ হিসেবে দাবি করে আরেক বন্ধু হৃদয় বলেন, “আমাদের বন্ধুকে হত্যা করা হয়েছে। আমরা বন্ধু হত্যার বিচার চাই।
ওসি সুখেন্দু আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।