মেয়েকে অশালীন মন্তব্য, প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

ওসি বলছেন, ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2022, 05:30 PM
Updated : 13 Nov 2022, 05:30 PM

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে এক কিশোরীকে অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় বাবা ও ভাইকে মারধর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

গত শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরের হারাগাছ থানার পাশে এ ঘটনা ঘটে বলে ওই থানার ওসি রেজাউল করিম জানান।

মারধরের শিকাররা হলেন হারাগাছ পৌর কাউন্সিলর এবং তার ছেলে।

এ ঘটনায় শনিবার রাতেই কিশোরীর ভাই (কাউন্সিলরের ছেলে) বাদী হয়ে মামলা করেন।

মামলার নথির বরাতে ওসি রেজাউল জানান, ওই কাউন্সিলরের কিশোরী মেয়ে স্থানীয় একটি বাড়িতে সেলাইয়ের প্রশিক্ষণ নেয়। সেখানে যাতায়াতের সময় স্থানীয় কিছু কিশোর তাকে উত্ত্যক্ত করতো। প্রতিদিনের মতো শনিবারও প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে কিশোর রিদয় ও তার সহযোগীরা মেয়েটিকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে। বাড়ি গিয়ে বিষয়টি জানালে উত্ত্যক্তকারীদের শাসন করেন মেয়েটির ভাই।

এ সময় উত্ত্যক্তকারীরা কিশোরীর ভাইকে দেখে নেওয়ার হুমকি দেয়।

মামলায় আরও বলা হয়, শনিবার সন্ধ্যায় রিদয়, বিজয়, রিয়াদসহ অন্তত ২০ কিশোর একত্রিত হয়ে কাউন্সিলরের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে গালিগালাজ শুরু করে। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে মেয়েটির ভাইকে মারধর করে।

ছেলেকে বাঁচাতে গেলে কাউন্সিলরকেও মারধর করে কিশোররা। পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মেয়েটির ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বখাটেরা আমাকে এবং বাবাকে মারধর করে দোকান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে।”

পৌর কাউন্সিলর বলেন, “আমি মেয়েকে উত্ত্যক্তের বিচারের পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছে।