কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর ও সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
Published : 01 Dec 2023, 04:13 PM
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় একজন শ্রমিক ও এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।
শুক্রবার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর ও সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।
নিহতরা হলেন- অরুণ প্রামাণিক (৫০) ও রিপন সিকদার (৩০)।
অরুণ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রমাণিকের ছেলে। তিনি পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রিপন গোপালগঞ্জ সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামের মোকলেছ সিকদারের ছেলে। তিনি অটোরিকশার চালক।
পরিদর্শক আবুল হাসেম জানান, কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন অরুণ প্রামাণিক। সকাল সাড়ে ৫টার দিকে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় একটি নসিমনের পিছনের চাকা ফেটে যায়। চাকাটির রিং ছুটে গিয়ে অটোরিকশা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিপন সিকদারকে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আবুল হাসেম।