উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আকৃতি দেখে মনে হচ্ছে, এটা শিলা না; বরফকলে তৈরি বরফের মত।
Published : 29 Apr 2023, 10:19 PM
রাজবাড়ীর পাংশায় বৃষ্টির সঙ্গে পাঁচ কেজি ওজনের একটি শিলা পড়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বড় আকৃতির শিলাটি পড়ে বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী মুদি দোকানি হালিম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে ঝড়ের সাথে শিলা বৃষ্টি শুরু হয়। হঠাৎ আমার দোকানের পাশে বিশাল বড় একটি শিল পড়ে। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে পাঁচ কেজি।”
পথচারী অশোক কুমার শীল বলেন, “ঝড়-বৃষ্টি থামার পর এখানে এসে শুনি, বড় একটি শিল পড়েছে। দেখার পর বিশ্বাসই করতে পারছি না, এত বড় শিল পড়তে পারে।”
স্থানীয় সাংবাদিক মো. আল-আমিন হোসেন বলেন, “বৃষ্টি শেষে প্রেস ক্লাব থেকে হইচই শুনতে পাই। এসে দেখি, হালিম বিশ্বাস বড় একটি শিল হাতে ধরে দাঁড়িয়ে আছেন।এত বড় শিল আমি জীবনেও দেখি নাই।”
তিনি আরও বলেন, “শিলটি মাটিতে পড়ে ভেঙে যাওয়ার পরও তিন-চার কেজি ওজন হবে। তবে শিলার আঘাতে হতাহতের ঘটনা ঘটে নাই।”
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, “শিলাটির ছবি সামাজিক মাধ্যমে দেখেছি। আকৃতি দেখে মনে হচ্ছে, এটা শিলা না; বরফকলে তৈরি বরফের মত। এরপরও আমাদের প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছি। তারা আসলেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।”
বিষয়টি শুনেছেন বলে জানান পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।