আহতদের মধ্যে পাঁচ জনকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বালুভরতি ট্রক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মানিকছড়ি থানার ওসি মো. আনসারুল করিম।
নিহত মো. আয়ুব আলী (৩৯) ওই এলাকার মৃত আব্দুল ছাদেকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনসারুল করিম বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় সড়ক ভেজা ছিল। এ সময় ওই সড়কের বড়বিল এলাকায় বালুভরতি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে বাইকের চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ট্রাক্টর ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে;
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।