পুলিশ জানায়, বহুতল ভবন নির্মাণের আগে পরীক্ষার জন্য পাইপ দিয়ে মাটি তুলছিলেন সাতজন শ্রমিক।
Published : 01 Feb 2024, 05:31 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার কিছমত করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরিপুর গ্রামের মৃত মো. সিরাজের ছেলে রিয়াজ (২৮), উত্তর ওয়াবদা গ্রামের জালাল মজুমদারের ছেলে মো. শাকিল (২০) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ডাগার জোড়ার গ্রামের শাহজাহান মুন্সির ছেলে কামরুল হাসান (৩০)।
স্থানীয়দের বরাতে ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ওই এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের আগে পরীক্ষার জন্য পাইপ দিয়ে মাটি তুলছিলেন সাতজন শ্রমিক। দুপুরে চা-পান খাওয়ার জন্য দুই জন শ্রমিক পাশের দোকানে যান।
“এ সময় মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত একটি লোহার পাইপ পাশে থাকা ৪৪০ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে গেলে সেখানে থাকা তিন শ্রমিক বিদ্যুতায়িত হন।”
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ঘটনার সময় সেখানে আরও দুই শ্রমিক দাঁড়িয়ে ছিলেন কিন্তু বিদ্যুতায়িত লোহার পাইপে তাদের হাত না লাগায় তারা প্রাণে বেঁচে যান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।