বগুড়ায় মহাসড়কে পানিবাহী গাড়িতে অগ্নিসংযোগ

গাড়িটি নির্মাণাধীন ঢাকা-রংপুর মহাসড়কে চার লেনের রাস্তায় পানি দেওয়ার কাজ করছিল।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 09:06 AM
Updated : 6 Nov 2023, 09:06 AM

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় পানিবাহী একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বেতগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান।

গাড়ির চালক হাফিজুর রহমান গাজী বলেন, “সিপিসিএল কোম্পানির গাড়িটি নির্মাণাধীন ঢাকা-রংপুর মহাসড়কে চার লেনের রাস্তায় পানি দেওয়ার কাজ করছিল। আমরা গাড়িতে ছিলাম চারজন।

“এক পর্যায়ে প্রায় ২০ জন যুবক এসে আমাদের গাড়ি থেকে নামতে বলে। এরপর আমরা গাড়ি থেকে নেমে গেলে তারা গাড়িতে কিছু একটা ছুড়ে দেয়। ফলে বিকট শব্দে গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।”

ওসি শহিদুল ইসলাম বলেন, একটি পানিবাহী গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।