টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 12:13 PM
Updated : 2 June 2023, 12:13 PM

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত ২৮ বছর বয়সি মোহাম্মদ রিদোওয়ান ওই ক্যাম্পের হাসু আলীর ছেলে।

ওসি মোহাম্মদ আলী জানান, ভোরে ক্যাম্পের রাস্তায় অজ্ঞাত পরিচয় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রিদোওয়ানের বুক ও পেটে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।

পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে রোহিঙ্গা ক্যাম্পে ৩৫টি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩১টি হত্যা মামলা এবং ১২টি হত্যাচেষ্টা মামলা হয়েছে।