রিটার্নিং কর্মকর্তা বলেন, “তিনি সংক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করলে, সেটা কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে।”
Published : 09 Jan 2024, 11:03 PM
পাবনা-১ আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ ২৫টি ভোটকেন্দ্রের ফলাফল বাতিল করে সেখানে পুনরায় নির্বাচন দাবি করেছেন।
সোমবার এসব কেন্দ্রে জাল ভোটের অভিযোগ এনে তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত চিঠিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।
পরে বিকালে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ২৫টি কেন্দ্রে পুনরায় ভোটের দাবি জানিয়ে সিইসির কাছে অভিযোগ করেছি।”
জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মু. আসাদুজ্জামান বলেন, “ভোটের পর তিনি আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। তিনি সংক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করলে, সেটা কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে।”
রোববারের নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, পাবনা-১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু ৯৪ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ৭২ হাজার ৩৮৭ ভোট।
লিখিত অভিযোগে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, “পাবনা-১ আসনের ১২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫টিতে সরাসরি অনিয়ম হয়েছে। নির্বাচনি বিধিবিধান লঙ্ঘন করে নৌকার প্রার্থী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে জোরপূর্বক ভোটকেন্দ্র দখল ও ভোট কেটে সরাসরি ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়েছে। এসব কেন্দ্রের ব্যালট পেপারের মুড়ি অংশটি পরীক্ষা করলেই এর সত্যতা প্রমাণিত হবে।
পাবনা-১: টুকু-সাইয়িদের পাল্টাপাল্টি মামলায় ভোটে উত্তাপ
পাবনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে আবারও হামলা, পুলিশ বলছে ‘তেমন ঘটনা ঘটেনি’
পাবনায় স্বতন্ত্রের গাড়িবহরে হামলা-ভাঙচুর, অভিযোগ নৌকার বিরুদ্ধে
“এসব ভোটকেন্দ্রে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী কর্তৃপক্ষ সহায়তা করেননি; বরং দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও প্রশাসন তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন।”
অভিযোগে ২৫টি ভোটকেন্দ্রের নাম উল্লেখ করে আবু সাইয়িদ ওই সব কেন্দ্রে পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত ফলাফল সরকারিভাবে গেজেটভুক্ত না করারও দাবি জানান।
এসব অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মু. আসাদুজ্জামান বলেন, “নির্বাচনের দিন ও তার আগে অধ্যাপক আবু সাইয়িদ যা যা অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি।”