ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবকের প্রাণ গেছে, এতে আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর চায়না মোড় এ ঘটনা ঘটে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।
এ ঘটনায় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে শেরপুর-নেত্রকোণা ও কিশোরগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল বলে জানায় পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নগরীর ৩২ নম্বর ওয়ার্ড কালীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে।
তাৎক্ষণিকভাবে আহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আটক যুবকের পরিচয় জানায়নি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি কামাল বলেন, “রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে মাইক্রোবাসের যাত্রী ও ট্রাক চালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক নেমে ট্রাক চালককে গালমন্দ ও মারধর করেন।
“এ সময় স্থানীয় পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা বাধা দিলে দুর্বৃত্তরা উপস্থিত লোকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।