পুলিশ বলছে, একটি মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 26 Jan 2023, 02:57 PM
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের প্রধান নির্বাচনী এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের পূর্ববাজার এলাকার নিজ বাড়ি থেকে ৮০ বছর বয়সী মুসা মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ জানান।
তবে পুলিশ বলছে, মুসা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে একটি মারামারির মামলায়।
স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবু আসিফ আহমেদ বলেন, “মুসা মিয়া আমার নির্বাচনী প্রধান এজেন্ট।এ ছাড়া বুধবার রাত থেকে আমার শ্যালক শাফায়াত সুমনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। শাফায়াত আমার নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী।”
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, “মুসা মিয়ার গ্রেপ্তারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে আশুগঞ্জের দুর্গাপুরে একটি মারামারির মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
আর আবু আসিফ আহমেদের শ্যালক নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলেও দাবি করেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন।গত ১১ ডিসেম্বর তিনি দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে তফসিল দেয় নির্বাচন কমিশন।
গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে জাতীয় পার্টির দুবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাও নির্বাচন থেকে সরে দাঁড়ান।
আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরা হলেন- বিএনপির বহিস্কৃত নেতা আব্দুস সাত্তার ভূইয়া, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী ও জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল।
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটে আছেন আওয়ামী লীগের মঈন, সাবেক এমপি জিয়াউল
সরকার উকিল আব্দুস সাত্তারকে চাপ দিয়ে নির্বাচনে এনেছে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল
মনোনয়নপত্র জমা দিলেন উকিল আব্দুস সাত্তার
পদত্যাগী উকিল আব্দুস সাত্তারকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা বিএনপির