জয়পুরহাটে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে আহত ১৪

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2023, 08:08 AM
Updated : 4 April 2023, 08:08 AM

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ১৪ যাত্রী আহত হয়েছেন। 

সোমবার রাত ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাজারের পার্শ্ববর্তী বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন। 

ওসি মঈনুদ্দীন জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের একটি যাত্রীবাহি নৈশকোচ ঢাকা যাচ্ছিল। বাসটি বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

“এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৪ যাত্রী আহত হয়।” 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে আহতদের কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

তাদের মধ্যে গুরুতর আহত একজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

দুর্ঘটনার কারণ তদন্ত করে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান ওসি।