থানা পুলিশ আসামিদের আদালতে নিলে আদালত তাদের কারাগারে পাঠায়।
Published : 02 Dec 2023, 09:32 PM
সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে জোড়া খুনের মামলায় বাবা-ছেলেসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবাব ভোরে গাজীপুর জেলা সদরের পূর্ববাংলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদরের ইছামতি গ্রামের প্রয়াত আজাহার আলী খানের ছেলে দুলাল খান (৪২), তার ছেলে ইউনুস খান (২২) এবং একই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান (৩৫)।
র্যাব কর্মকর্তা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯ অক্টোবর রাতে একই গ্রামের আল-আমিন খান ও আল আমিন সেখ নামে দুই যুবককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় হাসপাতালে নেওয়ার পর অন্যজন মারা যান।
এ ঘটনায় নিহত আল-আমিন খানের ভাই হাবিবুর রহমান খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে গাজীপুর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে বিকালে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
পরে থানা পুলিশ আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠায়।