সাতক্ষীরা সীমান্তে ৭টি সোনার বার জব্দ

জব্দ হওয়া সোনার ওজন প্রায় ৯০০ গ্রাম; যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা বলে জানায় বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 03:08 PM
Updated : 18 May 2023, 03:08 PM

সাতক্ষীরা সদর উপজেলায় সীমন্তে অভিযান চালিয়ে সাতটি সোনার বার জব্দ করেছে বিজিবি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।   

বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, “সদরের গাজীপুর সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা আলীপুরের একটি ইটভাটার কাছে অবস্থান নেন। এ সময় চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে সাতটি সোনার বারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।”

ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, “জব্দ হওয়া সোনার ওজন প্রায় ৯০০ গ্রাম; যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা ও সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।