রাজবাড়ীতে সাত কেজি সোনাসহ আটক ৩

পুলিশ জানায়, এই সাত কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 12:06 PM
Updated : 14 March 2023, 12:06 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাত কেজি ওজনের সোনার নয়টি বার ও ছয়টি বিস্কুটসহ তিনজনকে আটক করছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

আটকরা হলেন পাংশার সরিষা ইউনিয়নের বনগ্রামের নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের সাত্তার শেখ (৩৩) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার জহুরুল ইসলাম (৩৫)। 

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানার টহল পুলিশ উিউটি শেষে ফেরার পথে চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটকায়। এ সময় মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

“পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তিনটি সোনার বার ফেলে দিয়েছে। তাদের দেখানো মতে সোনার তিনটি বার উদ্ধার করা হয়। এরপর থানায় জিজ্ঞাসাবাদের পর নাহিদের জুতার নিচে রাখা আরও সাতটি সোনার বার ও ছয়টি বিস্কুট উদ্ধার করা হয়।”

এসপি আরও জানান, উদ্ধার সোনার বার ও বিস্কুটের ওজন সাত কেজি ৩০০ গ্রাম। এই সোনার বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা। এসব সোনা ভারত পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ব্যাপারে মামলা প্রকিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।