পিপি জানান, ২০২২ সালে মার্কেট করার কথা বলে রনি তার মায়ের বাড়িতে নিয়ে গিয়ে রত্নাকে হত্যা করেন।
Published : 19 Oct 2023, 05:33 PM
কুষ্টিয়ার সদর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) রফিকুল ইসলাম লালন জানান।
দণ্ডিত মো. রনি হোসেন (৩৯) ওই উপজেলার বটতৈল চার মাইল এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি রফিকুল বলেন, ২০২২ সালের ১৫ জুন বিকালে রনি তার স্ত্রী রত্না খাতুনকে (৩৫) মার্কেট করে দেওয়ার কথা বলে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় নিয়ে যান।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সেখানে রনি তার মা লিলি খাতুনের ভাড়া বাসায় রত্নাকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
আইনজীবী বলেন, এ ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই বাদী হয়ে রনি ও তার মা লিলির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন।
২০২২ সালের ৩১ অগাস্ট তদন্ত শেষে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই মো. আব্দুল কাদের। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি রনিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়।
এ ছাড়া মামলার আরেক আসামি লিলিকে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।