আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি ও দলের নরসিংদী শহর কমিটির সদস্য বজলুর রহমান ফাহিম অভিযোগ অস্বীকার করেছেন।
Published : 09 Jan 2024, 09:27 PM
নরসিংদী-১ সদর আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে নৌকার বিজয় মিছিল শেষে এই হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
রোববার অনুষ্ঠিত ভোটে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম ৯২ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান কামরুল ৫৪ হাজার ৩১৫ ভোট পেয়েছেন।
কামরুজ্জামানের সমর্থক ও আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ অভিযোগ করে বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে নৌকার সমর্থকরা খোদাদিলা গ্রামের বাজার থেকে মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। পরে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলীর সহ নয়টি বাড়িতে ভাঙচুর করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির অভিযোগ, এ সময় মুহুর্মুহু হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) হামলাকারীদের বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
আলোকবালী ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন মিয়া বলেন, “আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি ও দলের নরসিংদী শহর কমিটির সদস্য বজলুর রহমান ফাহিমের (৪৫) নেতৃত্বে মিছিল ও হামলা হয়েছে।
“তার সঙ্গে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (২৭), সদস্য রবিউল মিয়া (২৯), কুয়েত প্রবাসী শিমুল (২৩) সহ ৪৫ থেকে ৫০ জন নয়টি বাড়িতে হামলা করেছে। রামদা দিয়ে বাড়িঘর কুপিয়েছে।
“এ সময় আমাদের মারধর করার জন্য খোঁজ করা হয়। আমরা বাড়িতে অবস্থান না করায় প্রাণে বেঁচে যাই। আমরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বজলুর রহমান ফাহিম বলেন, “লোকজন নিয়ে আমি বিজয় মিছিল করেছি এটা সত্য। কিন্তু হামলার কোনো ঘটনা ঘটেনি। মিছিল করার সময় ফেইসবুক লাইভ চলছিল, আপনি চাইলে লাইভও দেখতে পারেন।
“কারা এই হামলা চালিয়েছে, আমি জানি না। আমার এতে কোনো সম্পৃক্ততা নেই।”
নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, “এমন ঘটনার খবর বা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”