সমাবেশকে ঘিরে রাজধানীতে যাতে কোনো অনাকাঙি্কষত ঘটনা ঘটতে না পারে সেজন্য তল্লাশিতে জোর দেওয়া হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি।
Published : 12 Jul 2023, 04:58 PM
বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাভারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।এতে মহাসড়কে তীব্র যানজট ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বুধবার ভোর থেকে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার, হেমায়েতপুর বিরুলিয়া, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের মড়াগাং এলাকায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ এ তল্লাশি চৌকি বসায়।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, “এটি আমাদের নিয়মিত তল্লাশিরই অংশ। তবে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে যাতে কোনো অনাকাঙিক্ষত ঘটনা ঘটতে না পারে সেজন্য তল্লাশিতে জোর দেওয়া হচ্ছে।”
আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ বলেন, “আমরা আমিন বাজারে চেকপোস্ট বসিয়ে দূর পাল্লার যানবাহন বিশেষ করে ঢাকামুখি বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারগুলোকে চেক করছি।
“নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চেকিং করা হচ্ছে। তবে কোনো যাত্রীকে হয়রানি করা হচ্ছে না। এখন পর্যন্ত সন্দেহভাজন কিংবা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি।”
সাভারের বাসিন্দা আজাহার মিয়া বলেন, “চিকিৎসার জন্য বাসে করে ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম। আমিন বাজার চেকপোস্টে তল্লাশির সময় বাস যাত্রীদের নামিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পরে বাধ্য হয়ে পায়ে হেঁটে সাভার চলে আসি।”
ট্রাকচালক কবির হোসেন বলেন, “আমার খালি ট্রাক; তারপরও পুলিশ আমিন বাজার সড়কের পাশে সাইট করে তল্লাশি করেছে।”
আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, “আমরা ঢাকার প্রবেশমুখ আশুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছি। তবে সন্দেজনক কিছু পাওয়া যায়নি।”