খুলনায় ওএমএসের ১৪ টন চাল জব্দ, আটক ২

নাদিম অসাধু ডিলারদের কাছ থেকে চাল কিনে তা বিভিন্ন বাজার ও দোকানে বিক্রি করতেন বলে র‌্যাবের ভাষ্য।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2022, 05:46 AM
Updated : 2 Nov 2022, 05:46 AM

খুলনায় ওএমএসের ১৪ টন চাল জব্দসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। 

খুলনা নগরীর বড়বাজার এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ জানান। 

আটক দুজন হলেন বড়বাজারের একটি গুদামের মালিক নাদিম আহমেদ ও তার কর্মচারী রবিউল ইসলাম।

মোসতাক আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে তারা বড়বাজারের নাদিম আহমেদের গুদামে অভিযান চালিয়ে ওএমএসের ১৪ হাজার কেজি চাল জব্দ করেন। এ সময় গুদামের মালিক নাদিম আহমেদ ও তার কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।

মোসতাক বলেন, ওএমএসের কিছু সংখ্যক ডিলার দরিদ্রদের কাছে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে সেই চাল কালোবাজারে বেশি দামে বিক্রি করে দেন। নাদিম আহমেদ অসাধু ডিলারদের কাছ থেকে চাল কিনে তা বিভিন্ন বাজার ও দোকানে বিক্রি করতেন। 

এ ঘটনায় মামলা দায়ের এবং জড়িত ডিলারদের খুঁজে বের করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। 

আটক নাদিম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি বেশ কিছুদিন ধরে ডিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে চাল কিনেছেন। তিনি এসব তার গুদামে রেখে বস্তা পরিবর্তন করতেন। এরপর বড়বাজারসহ বিভিন্ন বাজার, খাবারের হোটেল ও দোকানে বিক্রি করতেন। 

খালিশপুর ও দৌলতপুর বাজারের একাধিক ব্যবসায়ীও কালোবাজারে ওএমএসের চাল কিনে বিক্রি করেন বলে নাদিম জানান।