সাতক্ষীরা অভিমুখী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
Published : 10 Feb 2024, 05:22 PM
খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে চারজনের; এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শনিবার বিকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা।
নিহতরা হলেন- ওই গ্রামের সাব্বির মোড়ল (২৩), উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং অজ্ঞাত এক তরুণী (২৬)।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি সুকান্ত সাহা বলেন, সাতক্ষীরা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খুলনা অভিমুখী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।
আহত তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন; হতাহতরা সবাই ইজিবাইক যাত্রী বলে জানান তিনি।
ওসি জানান, দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে; তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি সুকান্ত।