জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ট্রাকের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানায় পুলিশ। 

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 08:51 AM
Updated : 16 Nov 2023, 08:51 AM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে জয়পুরহাটের সদর উপজেলায় একটি পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জয়পুরহাট-হিলি আঞ্চলিক সড়কের গতন শহর এলাকায়

এ ঘটনা ঘটে বলে সদর থানার এসআই নাজমুল হক জানান।

ট্রাকচালক আকাশ হোসেন বলেন, “পঞ্চগড় থেকে ট্রাকে পাথর নিয়ে নওগাঁ যাচ্ছিলাম। ভোর সাড়ে ৪ দিকে পুরানাপৈল রেল লাইনের ক্রসিংয়ে আসলে ট্রাকের গতি কমিয়ে দেই।

“এ সময় কয়েকজন যুবক ইট-পাটকেল ছুঁড়তে ছুড়তে এসে ট্রাকে আগুন ধরিয়ে পালিয়ে যান। তখন  আশপাশের লোকজনে সহায়তা নিয়ে পানি ও রাস্তার বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।”

এসআই নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ট্রাকের তেমন কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।