ওই যুবকের মা বলেন, “আমার ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিত; টাকা না দিলে আমাদের মারপিট করত।”
Published : 29 Nov 2023, 09:04 PM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘অতিষ্ঠ হয়ে’ ছেলের বিরুদ্ধে মামলা দিলেন মা। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নেরর চন্দ্রখানা আগটারি গ্রামের বাড়ি থেকে পুলিশ ওই যুবককে আটক করে। পরে মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানান ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ।
গ্রেপ্তার মো. মোস্তাফিজার রহমান (২৯) ওই গ্রামের মো. আব্দুর রহমান ও আঞ্জুয়ারা বেগম দম্পতির ছেলে।
আঞ্জুয়ারা বেগম বলেন, “আমার ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিত। টাকা না দিলে সে আমাদের মারপিট করে নির্যাতন করত। এমনকি ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করত। তার অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়ে তাকে পুলিশে সোপর্দ করেছি।”
ওই যুবকের স্বজনদের বরাত দিয়ে ওসি প্রাণকৃষ্ণ বলেন, “সকালে মা-বাবার কাছে টাকা দাবি করেন মোস্তাফিজার। কিন্তু টাকা না পেয়ে তাদের মারপিট করেন এবং বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার মা মামলা করেন।”