টঙ্গী থেকে টিয়া-মুনিয়া-ঘুঘু উদ্ধারের পর অবমুক্ত

বন্যপ্রাণী পরিদর্শক জানান, জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 10:43 AM
Updated : 20 Nov 2023, 10:43 AM

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে মুনিয়া, ঘুঘু, টিয়াসহ ১০৯টি পাখি উদ্ধারের পর প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

গত রোববার বিকালে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধারের পর সন্ধ্যায় অবমুক্ত করা হয় বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ-ঢাকার পরিদর্শক নিগার সুলতানা সোমবার জানান।

তিনি আরও জানান, টঙ্গী বাজারে পাখির হাটে কবুতরের সঙ্গে বিভিন্ন জাতের দেশি পাখি বিক্রির খবর আসে। পরে রোববার বিকালে ওই হাটে অভিযান চালানো হয়। 

নিগার সুলতানা জানান, রোববার সাপ্তাহিক হাটে কবুতর বিক্রির দেড় শতাধিক দোকান বসে। এসব দোকানের বাইরে ভ্রাম্যমাণ বেশ কয়েকজন পাখি ব্যবসায়ী দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করছিলেন। অভিযানের খবরে তারা পাখি ও খাঁচা ফেলে পালিয়ে যান।

পরে সেখান থেকে ৪০টি মুনিয়া, ২৮টি শালিক, ২৬টি টিয়া, ১৫টি ঘুঘুসহ মোট ১০৯টি দেশীয় পাখি উদ্ধার করে সন্ধ্যায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। 

বন্যপ্রাণী পরিদর্শক আরও বলেন, ধরা এবং ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা থাকায় দেশীয় জাতের পাখিগুলো উদ্ধারে অভিযান চালানো হয়। জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে।