ব্রাহ্মণবাড়িয়ায় ‘জমি নিয়ে বিরোধে’ ছোট ভাইকে পিটিয়ে হত্যা

বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে ইয়াকুবের মাথায় আঘাত করা হয় বলে জানায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 01:13 PM
Updated : 21 Nov 2023, 01:13 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ।

নিহত ইয়াকুব আলী ভূঁইয়া (৪৮) শ্রীপুর গ্রামের প্রয়াত সুরুজ আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি রাজু আহমেদ জানান, পৈত্রিক সম্পত্তির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই মো. ইসহাক আলী ভূঁইয়ার সঙ্গে ইয়াকুব আলীর বিরোধ চলে আসছিল। সকালে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ইসহাক ও তার ছেলে সালাহউদ্দিন ভূঁইয়া, জাহিদ হাসান ভূঁইয়া ও স্ত্রী জোসনা বেগম সঙ্গে ইয়াকুবের বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ইসহাক তার হাতে থাকা রড দিয়ে ইয়াকুবের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যায় বলে জানান তিনি। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি রাজু আহমেদ।