উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, শিশুসহ আহত ৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে উখিয়ার ওই ক্যাম্পে রোহিঙ্গাদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 01:59 PM
Updated : 8 May 2023, 01:59 PM

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুটি পক্ষের গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে; যাদের দুজনই শিশু।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কুতুপালং ৮-ডব্লিউ ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুনুর রশীদ।

তিনি জানান, ক্যাম্পের এ-১৯ ব্লকের মোহাম্মদ করিমের ছেলে ওমর ফারুক (৭), মোহাম্মদ জামালের ছেলে জসিম (৬) এবং মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৩৮) আহত হয়েছেন।

Also Read: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে নিহত ১

ছৈয়দ হারুনুর রশীদ বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে উখিয়ার ওই ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে দুই শিশুসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

অতিরিক্ত ডিআইজি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে রোববার ভোরে উখিয়ার আরেকটি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা নিহত হন। উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আরও পড়ুন: 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৪ ‘আরসা’ সদস্য আটক 

রোহিঙ্গা ক্যাম্পে নারী নেত্রীর ঘরে ঢুকে গুলি করে বোনকে হত্যা