কুদ্দুস প্রায়ই মাদক সেবন করে বাড়ি ফিরে মাকে নির্যাতন করতেন বলে জানায় পুলিশ।
Published : 17 Apr 2023, 10:22 PM
গাইবান্ধার পলাশবাড়ীতে মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে; যাকে ‘মাদকাসক্ত’ বলছে পুলিশ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার রাইতি নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান।
নিহত ৭০ বছর বয়সি কুলসুম বেগম ওই গ্রামের মৃত হানিফ উদ্দিনের স্ত্রী। আটক ছেলের নামা আব্দুল কুদ্দুস (৪৫)।
স্থানীয়দের বরাতে ওসি মাসুদ বলেন, কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের লোকজনকে মারপিট করতেন তিনি।
“কুদ্দুসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তানসহ তার স্ত্রী বাড়ি ছেড়ে উপজেলার জানিপুর গ্রামে বাপের বাড়িতে চলে গেছেন। এরপর থেকে কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মাকে নির্যাতন করতেন।”
তিনি আরও বলেন, “সোমবার কুদ্দুস নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মাকে মারপিটের এক পর্যায়ে গলা টিপে হত্যা করেন। বিষয়টি টের পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয় প্রতিবেশীরা।”
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি মাসুদ রানা বলেন, কুদ্দুসের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।