এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
Published : 20 Dec 2023, 04:25 PM
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সত্তর বছর বয়সি বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সকালে শহরের নাতিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান।
নিহত শৈলেন বর্মণ ওই এলাকার প্রয়াত সতীশ বর্মনের পুত্র। তিনি লন্ড্রি ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নদীর পাড়ে লাকড়ি শুকানোকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মণের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় শৈলেন বর্মণ তাদের থামাতে গিয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমা আক্তার নিশি তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বলেন, “সংঘর্ষকারীদের আঘাতে আমার বাবার মৃত্যু হয়েছে। আমি বাবা হত্যার বিচার চাই।”
ওসি অজয় চন্দ্র দেব বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।