ফেনীতে এবার দোকানের তালা ভেঙে স্বর্ণ লুট

এর আগে ৩০ অক্টোবর জমাদার বাজারে অর্জুন ভাদুড়িকে কুপিয়ে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে ডাকাতের দল।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2022, 11:30 AM
Updated : 13 Dec 2022, 11:30 AM

ফেনীর সোনাগাজী পৌরসভা বাজারের একটি দোকানের তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার গভীর রাতে ‘তাহের জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন জানান।

এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জুয়েলার্সের মালিক মো. রুবেল বলেন, “রাতে স্বর্ণালংকার লকারের ভেতরে রেখে তালাবদ্ধ করে বাড়ি যাই। সকাল সাড়ে ৯টায় খুলে দেখি পেছনের দরজা ও লকারের তালা ভাঙা। দোকানের ভেতরে জিনিসপত্র এলোমেলো।”

তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতাদের অবগত করেন বলে জানান রুবেল।

শহরের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতে শহরে পুলিশ টহল দেয়; নৈশ প্রহরীরা থাকেন। এত কঠোর নিরাপত্তার মধ্যেও স্বর্ণের দোকান লুটের ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন।

সোনাগাজী উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বেলায়েত হোসেন বলেন, এর আগে ৩০ অক্টোবর উপজেলার জমাদার বাজারে অর্জুন জুয়েলার্সের মালিক অর্জুন চন্দ্র ভাদুড়িকে (৫২) কুপিয়ে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাতের দল।

এ সময় ডাকাতদের বোমার আঘাতে শহীদুল ইসলামসহ আরও কয়েকজন পথচারী আহত হন। চিকিৎসাধীন থেকে ১১ দিন পর অর্জুন ভাদুড়ি মারা যান। দেড় মাস পেরিয়ে গেলেও ঘটনা রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

বেলায়েত আরও বলেন, এক ঘটনার রেশ না কাটতেই আরেকটি ডাকাতির ঘটনা ঘটায় ব্যবসায়ারীরা খুবই আতঙ্কিত।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বাজার ও আশপাশের এলাকার সিসিটিভির ভিডিও সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।