গাজীপুরে পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ১৬

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2023, 06:57 AM
Updated : 1 May 2023, 06:57 AM

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণে কর্মীসহ ১৬ জন দগ্ধ হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. দিদারুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় কটন ক্লাব অ্যান্ড কটন ক্লাউট বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কারখানায় দিনমজুরসহ (ডেইলি লেবার) তিনজনসহ ১৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- ক্লিনার ফজলু (৫৫), নিরাপত্তা কর্মী সোহেল (২৫), চাঁন মিয়া (২৮), সুইং অপারেটর সবুর (৩০), নিরাপত্তা ইনচার্জ কামাল (৫২), আবুল হোসেন (৪০), ইলেক্ট্রিসিয়ান আরিফুল ইসলাম (২৫), রাকিব (৩৫), রাসেল (৩৫), লাইন চিফ হারুন-অর রশীদ (৩৫), মানব সম্পদ অফিসার তসিরুল (৪০), স্যাম্পল্ম্যান আল-আমিন (৩০), কোয়ালিটি ব্যবস্থাপক আসলাম হোসেন (৩৫), ডেইলি লেবার ফজলুল হক (৩৫), খোকন (৩০) এবং আব্দুল হক (৩০)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন জানান, গ্যাস সরবরাহ কক্ষ থেকে সেইফটি রিলিজ বা্ল্ব দিয়ে অতিরিক্ত প্রেসারে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। মে দিবসে কারখানা বন্ধ থাকায় গ্যাস লাইনে চাপ বেড়ে যায়। এতে গ্যাস সরবরাহ (আরএমএস) কক্ষের একটি বাল্ব লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।