নৌকা পাওয়ার পর বাসভবনে কয়েকজন কর্মী নিয়ে বৈঠক করেন শাহজাহান ওমর; অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মনির প্রচারে নেমে পড়েছেন।
Published : 18 Dec 2023, 07:38 PM
ঝালকাঠি-১ আসনে নানা নাটকীয়তার মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আসা শাহজাহান ওমর নৌকা প্রতীক পাওয়ার পর কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন।
অপরদিকে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির ঈগল প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন ঘিরে ঝালকাঠির মানুষের সবাই চোখ রাজাপুর-কাঁঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের দিকে। হঠাৎ করেই বিএনপি থেকে নৌকায় চড়া সাবেক বিএনপির নেতা শাহজাহান ওমর জন্ম দিচ্ছেন একের পর এক আলোচনা-সমালোচনা।
এ আসনে এই দুই প্রার্থী ছাড়া আর ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ ফকরুল ইসলাম (ট্রাক), তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন তালুকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. মজিবুর রহমান (ডাব), জাকের পার্টির আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল), জাতীয় পার্টির এজাজুল হক (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. মামুন সিকদার (ছড়ি)।
আসনটির সাধারণ ভোটারদের ভাষ্য, ব্যারিস্টার শাহজাহান ওমর এবং মনিরুজ্জামান মনিরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
সোমবার প্রতীক বরাদ্দের পর নির্বাচনি এলাকা ঝালকাঠির রাজাপুরের নিজের বাসভবনে আসনে শাজাহান ওমর। সেখানে অল্প কয়েকজন কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ির উঠানে বৈঠক করেন তিনি।
এ সময় সাংবাদিকরা নির্বাচনি প্রচারের বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে খুব বেশি গুরুত্ব দেখাননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি একজন যোদ্ধা, যুদ্ধ করেই জয়ী হতে চাই।”
প্রচারের উত্তাপ না থাকার কারণে জানতে চাইলে তিনি বলেন, রাজাপুর-কাঠালিয়ার প্রতিটি ঘরে ঘরেই তার কর্মী সমর্থক রয়েছে।
এ কারণে নিজের বিশেষ প্রচারের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন শাহজাহান ওমর।
এদিকে প্রতীক বরাদ্দের পর রাজাপুরে নিজের নির্বাচনি এলাকায় ছুটে আসেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির। এ স্বতন্ত্র প্রার্থী দুপুরে নিজের প্রচারে নেমে পড়েন এবং ঈগল মার্কায় নিজের পক্ষে ভোট চান।
এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন। শাহজাহান ওমরের পাশে আওয়ামী লীগের স্থানীয় উল্লেখযোগ্য নেতা-কর্মীদের দেখা যায়নি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনিরুজ্জামান মনির বলেন, “আমি রাজাপুর-কাঠালিয়ার জনগণের দাবির কারণে প্রার্থী হয়েছি।”
চার দলীয় জোট সরকারের আমলে রাজাপুর-কাঠালিয়ায় শাহজাহান ওমর ও তার বাহিনীর নির্যাতনের কথা উল্লেখ করে মনির বলেন, “জনগণ আমাকেই নির্বাচিত করবে।”
২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ নভেম্বর গ্রেপ্তার হন শাহজাহান ওমর। ২৯ নভেম্বর হঠাৎ করে তিনি জামিন পান। তার পরেই তিনি নির্বাচনে অংশ নেবেন বলে গুঞ্জন ছড়ায়। পরে আওয়ামী লীগ তাকে ওই আসনে নৌকার প্রার্থী করে।
অথচ ২৬ নভেম্বর আওয়ামী লীগ যে মনোনয়নের তালিকা ঘোষণা করেছিল, সেখানে ঝালকাঠি-১ আসন দেওয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকেই। তবে শেষ বেলায় তাকে হতাশ হতে হয়।
আরও পড়ুন
বিএনপির শাহজাহান ওমর এখন আওয়ামী লীগের প্রার্থী
বিকালে জামিন, সন্ধ্যায় মুক্ত বিএনপির শাহজাহান ওমর
‘নৌকায় চড়া’ শাহজাহান ওমরকে বিএনপির বহিষ্কার
নৌকায় চড়া শাহজাহান ওমরের কুশপুতুল দাহ ঝালকাঠিতে
শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ, বাতিল এমপি হারুনের
শাহজাহান ওমরের ‘সঙ্গে থাকা’ ২ বিএনপি নেতাকে অব্যাহতি
শাহজাহান ওমরের পাশে বন্দুক নিয়ে বিএনপি নেতা, ‘অনিচ্ছাকৃত ভুল’ দাবি