ফেনীতে হত্যা মামলায় কাউন্সিলর কারাগারে

২০২১ সালের ১৫ জুলাই রাতে ফেনীর সুলতানপুরে গরু এক ব্যবসায়ী হত্যা মামলার আসামি কাউন্সিলর আবুল কালাম।

নাজমুল হক শামীমফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 02:02 PM
Updated : 13 March 2023, 02:02 PM

ফেনীতে একটি হত্যা মামলার প্রধান আসামি পৌর কাউন্সিলর আবুল কালামকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। 

সোমবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসান এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী জানান 

গ্রেপ্তার আবুল কালাম ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। মামলার পর থেকে প্রায় দুই বছর তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে কিশোরগঞ্জের গরু ব্যবসায়ী শাহজালালসহ কয়েকজন ব্যবসায়ী ২০২১ সালের ১৫ জুলাই রাতে একটি ট্রাকে গরু নিয়ে ফেনীর সুলতানপুরে আসেন। ওই রাতে ট্রাকসহ গরু লুট করতে যান ফেনী পৌরসভার কাউন্সিলর আবুল কালাম ও তার সহযোগীরা। 

অভিযোগে বলা হয়, গরু লুটে বাধা দিলে শাহজালাল মিয়াকে (৩০) গুলিতে হত্যা করেন; পরে তার মরদেহ পার্শ্ববর্তী আমিনবাজার সড়কে একটি পুকুরে ফেলে দেন কাউন্সিলর কালাম। 

এ ঘটনায় শাহজালালের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

ফেনী আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী জানান, পুলিশ এর আগে আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার এবং দুটি মোটরসাইকেল জব্দ করে। পরে আসামি নাঈমুল হাসান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে ফেনী মডেল থানার পরিদর্শক আবদুর রহীম সরকার তিনজনকে আসামি করে ২০২২ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দেন 

গত বছরের ২৫ সেপ্টেম্বর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরু করে।  

পরিদর্শক গোলাম জিলানী জানান, সোমবার দুপুরে তিনি ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকেচ করে। বিকালে আসামিকে বিশেষ নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।