স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি বাড়ির পাশের মসজিদে নামাজে গিয়ে নিখোঁজ হয়েছিল।
বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার সকালে নদীর নগরী ও চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার এসআই মো. মাসুম।
আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবকের দেহে কোনো পোশাক ছিল না।
এসআই মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কীর্তনখোলা নদীতে লাশটি ভাসতে দেখে তাদের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
“ধারণা করা হচ্ছে- অন্তত ১০ দিন আগে যুবকের মৃত্যু হয়েছে। নগ্ন লাশটির শরীরে পচন ধরেছে। কোথাও থেকে মরদেহটি ভেসে এসেছে।”
এসআই মাসুম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।