ঘড়িয়াল বিরল প্রজাতির ও বিলুপ্ত প্রায় মৃদু পানির প্রাণী। এরা শান্ত ও নিরীহ প্রজাতির; মূলত মাছ খেয়ে জীবন ধারন করে।
Published : 05 Nov 2022, 02:54 PM
কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে জেলেদের ইলিশ ধরার জালে ঘড়িয়াল ধরা পড়েছে।
উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান কচি জানান, শুক্রবার সন্ধ্যায় তার ইউনিয়নের লালনশাহ সেতু এলাকায় জেলে আবুল কালাম আজাদ ও সজলের জালে প্রায় ১০ ফুট দৈর্ঘের ঘড়িয়ালটি আটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহিরচর গ্রামের সজল ও কালামসহ আরও কয়েকজন জেলে পদ্মা নদীতে ইলিশ ধরার জাল ছড়ালে কিছুক্ষণের মধ্যেই টান পড়ে। অনেক বড় কোনো মাছ আটকেছে ভেবে ওরা সাবধানে জাল টেনে নৌকাতে তোলার চেষ্টা করে। নৌকার উঠানোর পর ঘড়িয়ালটিকে কুমির ভেবে চিৎকার চেঁচামেচি শুরু করেন স্থানীয়রা। তাদের চিৎকার শুনে গ্রামের অন্য লোকজন ঘড়িয়ালটি এক নজর দেখতে ভিড় করে।
জেলে সজল বলেন, “পদ্মা নদীর লালনশাহ সেতুর নিচ থেকে মুনশিপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দৈর্ঘের ইলিশ ধরা জাল ফেলি। পরে জাল তোলার সময় ঘড়িয়ালটি জালে আটকে পড়ে। এটি দেখে প্রথমে ভয় পাই; পরে ঘড়িয়ালটিকে কয়েক ঘণ্টা পানিতে খেলিয়ে ক্লান্ত করে ধরি।”
কুষ্টিয়া সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জি এম মোহাম্মদ কবীর বলেন, “কুমির ধরা পড়ার খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, সেটি বিরল প্রজাতির ও বিলুপ্ত প্রায় মৃদু পানির ঘড়িয়াল। এরা শান্ত ও নিরীহ প্রজাতির অহিংস জলজ প্রাণী। মূলত মাছ খেয়ে জীবন ধারন করে এরা।
“নদীগুলোতে এখন ওদের খাবারের ব্যবস্থা হয়েছে বলেই দীর্ঘদিন পরে আবার এরা নদীতে ফিরেছে বলে ধারণা করা হচ্ছে।”
ঘড়িয়ালকে কুমির ভেবে আতঙ্ক ছড়িয়ে এদের জীবনকে হুমকিতে না ফেলার আহ্বান করেন এই বন কর্মকর্তা।