আম কুড়াতে গিয়ে, খেলার মাঠে, নদীতে গোসলে গিয়ে এবং মাঠে কাজ করার সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে উপজেলার ঘড়িশার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান।
নিহতরা হলেন- ঘড়িশার ইউনিয়নের মধুপুর গ্রামের হাসেম শেখের ছেলে শাহিন শেখ (৩৫), ডিঙ্গা মানিক এলাকার এলাহী বক্সের ছেলে সিরাজ ওঝা (৪০) এবং একই এলাকার আবুল বাসার মাঝির ছেলে শাহীন মাঝি (৪০)।
নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনজন বিকালে বাহির কুশিয়া গ্রামের সাজু মেম্বারের পুকুরে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তারা মারা যান।