উল্লাপাড়া উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার এনায়েতপুর গুচ্ছ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নূর ইসলাম (৪৩) এবং একই গ্রামের হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩)।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, প্রথম বিবাহবিচ্ছেদের পর উপজেলার ঘাটিনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সেতু খাতুন বেতকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী শিপন ক্বারিকে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু আগের সম্পর্কের জের ধরে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাতে আসামি নূর ইসলাম ও শফিকুল ইসলাম গৃহবধূ সেতুকে কৌশলে ডেকে ঘাটিনা সেতুর কাছে নিয়ে যায়। পরে পাশের একটি ক্ষেতে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
আইনজীবী আরও বলেন, রায়ে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।