মঙ্গলবার রাত ১১টায় মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল। পরে তিনি আর বাড়ি ফেরেননি।
Published : 22 Nov 2023, 11:40 AM
জামালপুরে সদর উপজেলায় মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে বের হওয়া এক কৃষকের মরদেহ পাওয়া গেছে কাঠ গাছের বাগানে।
বুধবার ভোরে ওই কৃষকের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে সদর উপজেলার শীতলকুর্শা নয়াপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।
কৃষক শফিকুল ইসলাম (৪০) সদর উপজেলার গোদাশিমলা মোল্লাবাড়ী গ্রামের জয়নাল উদ্দিন মোল্লার ছেলে।
স্বজনদের বরাতে ওসি কবীর জানান, মঙ্গলবার রাত ১১টায় মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল। পরে রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
বুধবার ভোরে কাঠ বাগানে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক নারীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন জানান, ঘটনার তদন্তের পর বিস্তারিত জানা যাবে।