গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭১ জনে।
মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।
মৃতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার নিলুফা বেগম (৫৫), বানারীপাড়া উপজেলার সেনোয়ারা বেগম (৬০), পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সিতারা বেগম (৬০) ও মঠবাড়িয়া উপজেলার ফরিদা বেগম (৫৫)।
স্বাস্থ্য পরিচালক বলেন, চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬৬ জন রোগী ভর্তি হয়েছেন বলে শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৬১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগে ৩৫ হাজার ৪৭৪ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; এ ছাড়া সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৬৮৮ জন রোগী।