সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে।
Published : 14 Oct 2023, 10:30 AM
ঘনঘন বৃষ্টিপাতে রাজারহাট উপজেলায় একটি রেল সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় ফোর-জে রেল সেতুটি দেবে যাওয়ায় শুক্রবার রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা।
তিনি জানান, সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, এসময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে।
সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকে অগ্রিম টিকেট কেটে রাখলেও হঠাৎ ট্রেন বন্ধে ভোগান্তিতে পোহাচ্ছেন।
কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা মঈনুদ্দিন বলেন, “আমি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট করেছি। কিন্তু আজ জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
“এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এতো সকালে গিয়ে কিভাবে ট্রেন ধরবো তা নিয়ে টেনশনে আছি।”
লালমনিরহাট রেলওয়ের সহকারী প্রকোশলী মামুন-উর রশিদ বলেন, “শনিবার সকাল থেকেই সেতুটি মেরামতের কাজ শুরু হয়েছে। আশা করছি, দু-তিন দিনের মধ্যেই সেতুটি রেল চলাচলের উপযোগী করা সম্ভব হবে।”