নেত্রকোণায় বাড়ির পাশে গর্তের পানিতে ভাসছিল ২ শিশুর মরদেহ

ধারণা করা হচ্ছে, খেলাধুলার এক পর্যায়ে সকলের অগোচরে ওই গর্তে পড়ে গিয়েছিল শিশু দুটি।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 04:55 AM
Updated : 21 March 2023, 04:55 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গর্তের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার এসআই মো. ছানোয়ার হোসেন।

মারা যাওয়া দুই শিশু হল- ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে মারুফা আক্তার (৭) এবং উপজেলার বিরিশিরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে জোবায়েল হাসান (৬)।

মারুফার বাবা আব্দুর রশিদ জানান, তার স্ত্রীর ভাইয়ের ছেলে জোবায়েল কয়েকদিন আগে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল।

এসআই ছানোয়ার জানান, আব্দুর রশিদের বাড়ির পাশে কয়েকদিন আগে গর্ত খুঁড়ে মাটি তোলা হয়েছিল। সম্প্রতি বৃষ্টিতে ওই গর্তে পানি জমেছিল।

পরিবারের বরাতে পুলিশ কর্মকর্তা বলেন, বিকালে জোবায়েল ও মারুফা আক্তার দুজনে বাড়ির উঠানেই খেলা করছিল। পরে পরিবারের লোকজন তাদের উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের গর্তে তাদের ভাসতে দেখতে পান।

“তখন গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করেন তারা। ধারণা করা হচ্ছে, খেলাধুলার এক পর্যায়ে সকলের অগোচরে ওই গর্তে পড়ে গিয়েছিল শিশু দুটি।”

কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই ছানোয়ার।