লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
Published : 30 Jan 2024, 08:46 AM
গোপালগঞ্জের সদর উপজেলার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে; এসময় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান।
নিহত আকিজুল মুন্সী (২২) বাগেরহাটের মোল্লারহাট উপজেলার বাসিন্দা।
ওসি বলেন, আকিজুল মুন্সীসহ তিনজন বাইকে করে গোপালগঞ্জ থেকে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। এসময় লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আকিজুল মুন্সীর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ আহত দুইজনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানান পুলিশের এই কর্মকর্তা
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]