নৌকার সাত যাত্রী তীরে উঠতে পারলেও নান্নু বেপারী নিখোঁজ হয়।
Published : 30 Jan 2023, 11:21 AM
বরিশালের আড়িয়াল খাঁ নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে নিখোঁজ মো. নান্নু বেপারীর লাশ উদ্ধার করেন তারা।
মৃত ৬০ বছর বয়সী নান্নু বেপারী মুলাদী উপজেলার সাহেবের চর এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বিপুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী উপজেলার হোসনাবাদ থেকে ইঞ্জিন চালিত নৌকাটি যাত্রী নিয়ে মুলাদী উপজেলার সাহেবের চরের দিকে রওনা দেয়।
পথে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার সাত যাত্রী তীরে উঠতে পারলেও নান্নু বেপারী নিখোঁজ হয়।
সোমবার সকাল থেকে নান্নু বেপারীর সন্ধানে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালালে তার লাশ উদ্ধার হয় বলে জানান বিপুল।
মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার মিত্র বলেন, বাল্কহেডের পাঁচ শ্রমিককে তারা আটক করেছেন। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।