পটুয়াখালীতে ‘জমি নিয়ে বিরোধে’ বড় ভাইকে কুপিয়ে হত্যা

জমি ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানায় পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 02:31 PM
Updated : 6 Nov 2023, 02:31 PM

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের উত্তর দাশপাড়া গ্রামের মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি এ টি এম আরিচুল হক।

নিহত রুহুল আমিন আকন (৫২) ওই গ্রামের হাফেজ মৌলভী আকনের ছেলে। আহত হয়েছেন মো. রেজাউল আকন (৪৮) ও তার ভাগ্নে মো. রুবেল হোসেন। রুবেল পেশায় সার্ভেয়ার (আমিন)।

পরিবারের বরাতে ওসি আরিচুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে রুহুলের সঙ্গে তার ছোট ভাই রেজাউলের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে জমি ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ফের কথাকাটাকাটি হয়।

“এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একজন আরেক জনকে কুপিয়ে জখম করেন। থামাতে গিয়ে আহত হন তাদের ভাগ্নে রুবেল।”

পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

অপর আহত রেজাউল ও রুবেলকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আরিচুল।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিবা দেবনাথ সাংবাদিকদের বলেন, নিহতের বুকের একাধিক স্থান জখম হয়েছে। চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আরিচুল।