পুলিশ বলছে, কিশোরদের মধ্যে এর আগেও ঝামেলা হয়েছে; তার জেরে এটা হতে পারে।
Published : 22 Mar 2023, 08:54 PM
পটুয়াখালীর বাউফল উপজেলায় দ্বন্দ্বের জের ধরে ছুরি মেরে দুই শিক্ষার্থীকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের এক সহপাঠী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে বাউফল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাহেদ আহমেদ চৌধুরী জানান।
“সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা যায়।”
নিহতরা হল- ইন্দ্রকূল গ্রামের মিরাজ মোস্তফার ছেলে নাফিজ (১৫) এবং বাবুল হাওলাদারের ছেলে মারুফ (১৫)।
চিকিৎসাধীন আছেন একই গ্রামের এনামূল মৃধার ছেলে মো. সিয়াম (১৫)। হতাহতরা সবাই ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এএসপি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরা সবাই উঠতি বয়সী। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এর আগেও তাদের মধ্যে ঝামেলা হয়েছে। তারই রেশ ধরে এটা হতে পারে।”
এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনের সম্পৃক্ততার বিষয়ে জানা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, বিকেলে ছুটির পরে শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়। স্কুলের সামনে হঠাৎ কয়েক কিশোর এলোপাথাড়ি তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।