পুলিশ জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এ ঘটনা ঘটে।
Published : 10 Nov 2023, 11:34 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পার্ক থেকে বাসায় ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছে তাদের শিশুকন্যা৷
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এ ঘটনা ঘটে বলে জানায় রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান।
নিহতরা হলেন- সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম (৩৪) ও তার স্ত্রী তাহমিনা আক্তার (৩০)৷
তাদের ছয় বছর বয়সী কন্যা আহত তাহরিন জাহান ফাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান রূপগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম৷
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই নজরুল বলেন, “সন্তানকে নিয়ে ওই দম্পতি উপজেলার মুড়াপাড়া এলাকার একটি পার্কে ঘুরতে গিয়েছিলেন৷ বাসায় ফেরার পথে গঙ্গানগর এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির৷
“তাদের আহত কন্যাকে প্রথমে স্থানীয়রা একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷
আহত শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা৷
রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানার ওসি সায়েদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷