চার দফা দাবিতে বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

সারাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 09:40 AM
Updated : 31 May 2023, 09:40 AM

বাগেরহাটে পেশাগত সমস্যা সমাধান ও নির্মাণ বিধিমালা সংশোধনসহ চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে।

বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রকৌশল বিভাগের প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাগত সমস্যা সমাধান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধন পূর্বক গেজেট বাস্তবায়নসহ চার দফা দাবি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠান তারা।

এই মানববন্ধনে বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের বাগেরহাট শাখার আহ্বায়ক মো. আব্দুর রহমান, সদস্যসচিব মো. তরিকুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের (আইডিইবি) জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালাম।